Duration 2:46

SOUTH TOWN JAME MOSJID ।। সাউথ টাউন জামে মসজিদ ।। রাজেন্দ্রপুর ।। কেরানিগঞ্জ ।। ঢাকা নতুন কারাগার

769 watched
0
25
Published 13 Feb 2020

মসজিদের নগরী বলা হয় ঢাকাকে। এখানে অলিতে গলিতে কিছু দূর পরপরই দেখা পাওয়া যায় মসজিদের। প্রার্থনালয় হিসেবে এইসব মসজিদের যেমন গুরুত্ব রয়েছে তেমনি স্থাপত্যের দিক থেকেও এদের কিছুকিছু সাধারণের দৃষ্টি অর্জন করে নেয়। ঢাকার অদূরেই এমন নান্দনিক স্থাপনার একটি মসজিদ হচ্ছে সাউথ টাউন জামে মসজিদ। এটি অবস্থিত কেরানিগঞ্জের রাজেন্দ্রপুরে, নতুন জেলখানার বিপরীতে। দুই বছর ধরে নির্মিত হয় সাউথ টাউন জামে মসজিদ। এর উদ্যোক্তা বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের কর্ণধার মোস্তফা কামাল মাঈনুদ্দিন। প্রায় আধা বিঘা জমির উপর প্রতিষ্ঠিত হয় মসজিদটি। চারপাশে খোলামেলা পরিবেশ আর দিগন্তের মায়াকাড়া সৌন্দর্যের মাঝে, স্রষ্টা প্রেমের নিদর্শন এই মসজিদটি দেখতে, অনেক মানুষই ভিড় করেন নিয়মিত। ঢাকা থেকে তিনঘন্টা সময় ব্যয়ে দিনে গিয়ে দিনেই ফিরে আসতে পারেন এই মসজিদটি দেখে। প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সাউথ টাউন জামে মসজিদের, দুই পাশে দুটি দরজাসহ প্রধান ফটক তিনটি। এখানে একই সাথে প্রায় ৬০০ মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারে। আলোর নির্বিঘ্ন যাতায়াতে চারপাশে নির্মাণ করা হয়েছে অনেক গুলো জানালা। দুই স্তরের এইসব জানালা ভেতরে সারাক্ষণই মোহনীয় হাওয়ার চলাচল মনকে শীতল ও শান্ত করে রাখে।গম্বুজের ভেতরের অংশেও রয়েছে কারুকাজ আর স্থাপত্য নন্দনের নিদর্শন। আলোর পর্যাপ্ততা তৈরিতে সেগুলোও ভূমিকা রেখেছে। যেভাবে যাবেন: ঢাকা থেকে মাওয়া যাওয়ার পথে রাজেন্দ্রপুরেই রয়েছে এই মসজিদ। গুলিস্তান হতে মাওয়াগামী বাসে করেই যেতে পারেন এখানে। তাছাড়া বাবু বাজার ব্রিজ থেকে বাস, সিএনজি বা অটোরিকশা পাবেন। ঢাকা- মাওয়া হাইওয়েতে রাজেন্দ্রপুরের নতুন কারাগার দেখবেন। নতুন কারাগারের একটু পরে হাতের ডানদিকে সাউথ টাউন প্রকল্প। প্রকল্পের মেইন গেইট হতে কিছুদূর হেটে গেলেই চোখে পড়বে সাউথ টাউন জামে মসজিদ। সতর্কতা: জনমানবহীন এলাকা হওয়ায় আইন শৃঙ্খলার ও ঘাটতি রয়েছে এখানে। তাই বিকালের পর উক্ত এলাকায় বেশিক্ষণ না থাকাই নিরাপদ। Title: Atmosphere - Sad Piano Music Type of music: Piano Mood: Sadness Download: https://soundcloud.com/naoya-sakamata ... /watch/g8Wlhy9QFgZQl

Category

Show more

Comments - 3